
ভারতের জনপ্রিয় কমেডিয়ান াপিল শর্মার স্বপ্নের প্রকল্প ‘ক্যাপস ক্যাফে’কে ঘিরে কানাডায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। সম্প্রতি অজ্ঞাত বন্দুকধারীরা এই ক্যাফের সামনে এসে পরপর ছয় রাউন্ড গুলি চালায়। গুলির সময় ক্যাফেটি বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে হামলাকারীরা এসে গুলি ছুঁড়তে শুরু করে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত পুলিশে খবর দেয়। কানাডিয়ান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং ক্যাফের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে।
কপিল শর্মার টিম জানিয়েছে, এই ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মা ও তার স্ত্রী গিনি ছত্রাতের একটি স্বপ্নের প্রজেক্ট। কপিল শর্মা বর্তমানে কানাডায় অবস্থান করছেন না, তবে এই ঘটনার খবরে তিনি বেশ মর্মাহত হয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন।