
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত দেশব্যাপী চালানো হয় একাধিক অভিযান। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৪৫ জন চিহ্নিত অপরাধীকে।
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন এবং স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো এসব অভিযান পরিচালনা করে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ দখলদার, চোরাকারবারী ও ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়—
- ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র
- ৯১৩৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ
- ৯টি ককটেল বোমা
- দেশীয় অস্ত্র
- বিভিন্ন মাদকদ্রব্য
- চোরাই মালামাল
- মোবাইল ফোন
- এবং নগদ অর্থ
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
এছাড়া সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অবৈধ দখলদার উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলনের মতো বিষয়েও অভিযান চালিয়েছে। নিয়মিত টহল, জনসচেতনতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সেনাবাহিনী কর্তৃপক্ষ সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপ নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানিয়েছে।