জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের পক্ষে এবি পার্টি

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের পক্ষে এবি পার্টি

দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদকে আইনি বৈধতা ও বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদের বৈধতা ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য না হলেও তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে আসতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার দৃঢ়তার সঙ্গে এবি পার্টি একমত।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর উচিত ব্যক্তি ও দলের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া। এ সময় তিনি সংবিধানের মধ্যে বা বাইরে থেকে হলেও জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার পক্ষে মত দেন।

সভায় এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক এবং সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *