
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবিরুল ইসলাম বলেছেন, বৈষম্য দূর করে দায়িত্বশীলভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করা এখন সময়ের দাবি। তিনি পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, পাঠ্যপুস্তক প্রণয়নে দেশে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে। শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এই খাত পিছিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদত হোসেন বলেন, সবার ডিগ্রি থাকলেও গবেষণার অভাব রয়েছে। তাই বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে নানাবিধ সংকট রয়েছে, যা নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব।