জুলাই সনদের দাবিতে উত্তাল শাহবাগ

জুলাই সনদের দাবিতে উত্তাল শাহবাগ

রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে বিক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা, যাদের পরিচিতি ‘জুলাইযোদ্ধা’ হিসেবে। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারীদের মুখে ছিল জোরালো সব স্লোগান—‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার চাই, জুলাই সনদ চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

আন্দোলনকারীরা বলছেন, “আমাদের আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হলো ‘জুলাই সনদ’-এর স্বীকৃতি ও তা সংবিধানে অন্তর্ভুক্তি। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই। আমরা রাজপথ ছাড়ব না, প্রয়োজনে জীবন দেব।”

তারা আরও বলেন, “আমরা শুধু গাছের ফুল নয়, তার ফলও হাতে নিয়ে ঘরে ফিরতে চাই। আগেও আন্দোলন করেছি, কিন্তু বারবার আশ্বাস দিয়ে সরকার পিছিয়ে গেছে। এবার আর ফেরার পথ নেই।”

বিক্ষোভের কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *