জয়পুরহাটে পূর্ব বিরোধের জেরে আবারও হামলার শিকার হয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা পিয়াল আহম্মেদ (৩২)। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের দেবীপুর এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
স্থানীয়রা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াল আহম্মেদ ছিলেন জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইসলামনগর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ালের সঙ্গে নিজ এলাকার কিছু ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে গত ১২ মার্চ রাতেও তাকে রেললাইনের পাশে কুপিয়ে জখম করা হয়েছিল। সেবার গুরুতর আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
তৎকালীন হামলার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছিল। ওই মামলায় একজন আসামি কারাগারে থাকলেও বাকিরা জামিনে রয়েছেন।
আজকের হামলাটি পূর্ব শত্রুতার ধারাবাহিকতা বলে ধারণা করছে পুলিশ। জয়পুরহাট থানার ওসি নূর আলম সিদ্দিক জানিয়েছেন, “পিয়ালের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে যাওয়া হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রাজনীতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।