
রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত র্যালি কর্মসূচি বাতিল করেছে। পরিবর্তে আগামীকাল মঙ্গলবার দলটি শহরের পুকুর, খাল ও নালা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার নাগরিকদের কষ্ট বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই র্যালি না করে নগরীর পরিবেশ উন্নয়নে কাজ করবে বিএনপি। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার কার্যক্রমে অংশ নেবেন।
রিজভী আরও জানান, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকেও এতে যুক্ত হওয়ার আহ্বান জানান।