শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক

শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক

আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৬ আগস্ট) তামিলনাড়ু থেকে আসা দুটি নৌকোসহ এই জেলেদের আটক করা হয়। তাদের মধ্যে একটি দল কারপিট্টি বন্দরের কাছে এবং অপর দলটি কাচ্চিথিভু দ্বীপের নিকটে মাছ ধরছিল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। জানা গেছে, ১০ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়ে ভারতীয় জলসীমা পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে। শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের নৌকোসহ আটক করে ভেনবুঝা বন্দরে নিয়ে যায়। অন্যদিকে, বাকি ৪ জনকে কাচ্চিথিভু দ্বীপের কাছাকাছি এলাকা থেকে আটক করে কাঙ্গেসান্তুরাই নৌ-শিবিরে নিয়ে যাওয়া হয়।

শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় জেলেদের আটক হওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আগেও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গত বছর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দিয়ে দ্রুত ধৃত জেলেদের মুক্তির দাবি জানান।

তিনি উল্লেখ করেন, বারবার এমন গ্রেপ্তারের ঘটনায় উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তাদের জীবিকা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিন ধরেই জলসীমা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে মাছ ধরার অধিকার নিয়ে দুই দেশের জেলেদের মাঝে প্রায়শই উত্তেজনা দেখা যায়। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমঝোতা ও সমুদ্রসীমা ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক উদ্যোগের প্রয়োজনীয়তা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *