জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পূর্ণ জমি হস্তান্তর

কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দকৃত ২০০ একর জমির সম্পূর্ণ দাপ্তরিক হস্তান্তর আজ সম্পন্ন হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটে বাকি থাকা ১১.৪০ একর জমি ঢাকার জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অনুমোদন মেলে। এরপর ২০২০ সালে প্রথম দফায় ১৮৮.৬০ একর জমি বুঝে পাওয়া যায়। আজকের হস্তান্তরের মাধ্যমে পুরো ২০০ একর জমিই এখন বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, “এই জমিটুকুর দাপ্তরিক হস্তান্তর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে। আরডিপিপি অনুমোদিত হয়েছে। সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা হয়েছে, আশা করি দ্রুত কাজ শুরু হবে।”

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করবে। ইতোমধ্যেই এ বিষয়ে ‘অর্পিত ক্রয় কার্য’ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজকের জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরিয়াল টিম, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ এবং ছাত্র সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *