জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সরকারের অন্য উপদেষ্টারাও।

জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাচেলেট-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সঙ্গেও বৈঠক করেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন শক্তি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *