দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ৩৮৪ অপরাধী আটক

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ৩৮৪ অপরাধী আটক

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে গত ২৯ মে থেকে ৫ জুন ২০২৫ পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই সময়ে ৩৮৪ জন অপরাধীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মাদকাসক্ত। অভিযানে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩টি বোমা জাতীয় দ্রব্য, ৬টি কার্তুজ, বিপুল পরিমাণ মাদক, চোরাই মোবাইল, মোটরসাইকেল এবং নগদ অর্থসহ বিভিন্ন অবৈধ উপকরণ উদ্ধার করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলছে। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে পশুরহাটে নিরাপত্তা ব্যবস্থা, সড়কে যান চলাচলের স্বাভাবিকতা ও টিকিট কালোবাজারি রোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

শিল্পাঞ্চলগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন-বোনাস প্রদান নিশ্চিত করার কাজ করছে সেনা টহলদল। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তাৎক্ষণিকভাবে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *