
চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানাগুলো সম্পূর্ণ পুড়ে যায় এবং আশপাশের কয়েকটি বসতবাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পানির সংকট ও কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
স্থানীয়রা জানান, আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিক কারখানা এবং কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।