যশোরে ১.৩৯৭ কেজি স্বর্ণসহ একজন আটক করেছে বিজিবি

বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল ঝুমঝুমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ১.৩৯৭ কেজি (১ কেজি ৩৯৭ গ্রাম) ওজনের ১২টি স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তির নাম লিটন রায়, যিনি ঢাকার শাখারি বাজার এলাকার বাসিন্দা এবং মধুসূদন রায়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করেন যে, ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

বিজিবির সূত্রে জানা যায়, লিটন রায় তার জুতার সোলের নিচে বিশেষভাবে লুকিয়ে রেখেছিলেন স্বর্ণের বারগুলো। ঢাকার শাখারি বাজার এলাকার কিছু চোরাকারবারির কাছ থেকে তিনি স্বর্ণগুলো সংগ্রহ করেন এবং যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তে যাওয়ার পথে ধরা পড়েন।

গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত স্বর্ণের ওজন ছিল এক কেজি ৩৯৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। বিজিবির পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলগঞ্জ এলাকায় তাকে আটক করা হয়।

পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে লিটন রায়কে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *