মোঃ আল আমিন , দেশীবার্তা, চাঁদপুর ।

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চাঁদপুর সদর- হাইমচর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে এমপি হিসেবে দেখতে চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন যুবদল ও ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে লিফলেট বিতরন ও নির্বাচনী গনসংযোগ করা হয়।

শুক্রবার বাদ আছর ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়ি, মিজি বাড়ি, মিয়াজী বাড়ি, ভূঁইয়া বাড়ি খান বাড়ি, গাজী বাড়ি,বেপারী বাড়ি,বেপারী বাড়ি, মোল্লা বাড়ি, ঢালী বাড়ি সহ ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গন সংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এজাজ তালুকদার, সিনিয়র সহ সভাপতি নেওয়াজ মোর্শেদ, সহ সভাপতি ওমর ফারুক রাসেল মিজি,ফয়েজ উল্লাহ তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন তফাদার,মাসুদ আলম মিয়াজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মামুন পাটওয়ারী, সদস্য মোস্তফা কামাল, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর তালুকদার,সিনিয়র সহ সভাপতি রাসেল তালুকদার, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ সাব্বির তালুকদার সহ প্রমুখ।
房中秘术、泡妞把妹、丰胸美体、奇淫巧技!价值十万电子书下载网址:https://www.1199.pw/