জাতীয় নির্বাচন জুনের মধ্যেই

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ হবে—এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ সময়ের মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনায় একমত হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

শফিকুল আলম বলেন, ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। সময়সীমা নির্ধারণে উল্লিখিত রাজনৈতিক দলগুলো সম্মতি দিয়েছে। তাদের প্রত্যাশা—নির্বাচন হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে।

এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে জোরালো আলোচনার কথা জানিয়ে প্রেস সচিব বলেন, তারা আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনের বৈধতা বাতিলের দাবি তুলেছে। বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি কেউই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি; বরং তারা তাঁর নেতৃত্বে আস্থা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *