
রাজধানীর ‘যমুনা’ সরকারি বাসভবনে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের তিন বাহিনীর প্রধানরা। বৈঠকে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।
বৈঠকে জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের একটি প্রতিবেদন তুলে ধরেন। প্রধান উপদেষ্টা সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন এবং আইন প্রয়োগকারী সংস্থার পেশাদারিত্বের প্রশংসা করেন।