জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, সভায় মেট্রোপলিটন পুলিশের ডিসি, র‍্যাবের কমান্ডার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা হয়। তাদের তথ্যমতে, বর্তমানে রাজধানীসহ তৎসংলগ্ন এলাকায় পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত।

গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণগ্রেফতারের কোনো উদ্যোগ নেই, তবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। তবে মতপ্রকাশের সময় কেউ যেন উসকানিমূলক বা অশালীন ভাষা ব্যবহার না করে, তা খেয়াল রাখতে হবে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *