
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
আজ দূতাবাসের হলরুমে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আখতার আহমেদ বলেন, জাপানে থাকা অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র না থাকায় দেশে বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়তে হয়। নতুন উদ্যোগের ফলে এখন তারা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সুবিধা পাবেন। তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো।
এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনআইডি সেবার জন্য অনলাইনে (https://services.nidw.gov.bd) আবেদন করার পর দূতাবাসে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।