
জাতীয় পার্টি (জাপা)-এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, “জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা উচিত।”
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক মশাল মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বরিশালের একটি মামলায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জাতীয় পার্টির করা মামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, “হাসিনার আমলেও আমরা মামলা খেয়েছি, এখন আবার জাতীয় পার্টির হাতেও পড়ছি। নেতাকর্মীরা জাপার অফিসে হামলার জন্য প্রস্তুত ছিল, আমি দায়িত্বশীল জায়গা থেকে তাদের থামিয়েছি। কিন্তু সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে দলীয় কর্মীদের থামিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জিএম কাদের যদি নুরুল হুদার মতো গণআক্রোশের মুখোমুখি হন, তাহলে তার দায় জনগণ নেবে না। সরকারের উচিত জাপার সাংগঠনিক তৎপরতা নিষিদ্ধ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।”
এসময় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মশাল মিছিলটি পল্টন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবি জানান এবং এর ব্যত্যয় হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।