কাকরাইলে জাপা ও গণঅধিকার কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

কাকরাইলে জাপা ও গণঅধিকার কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

দুপক্ষের সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি এবং বিস্তারিত পরে জানানো হবে।”

বর্তমানে জানা যায়নি, সংঘর্ষে কোনো হতাহত হয়েছে কি না। জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেছেন, তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন জাপার নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *