বাংলাদেশে আবারও গ্যাসের খোঁজ! জামালপুরে নতুন সম্ভাবনার ইঙ্গিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে অবস্থিত ‘জামালপুর-১ অনুসন্ধান কূপে’ প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। আজ রোববার দুপুর ১টা পর্যন্ত কূপটি থেকে প্রতি ঘণ্টায় ৭ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিকভাবে কূপটিতে গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা চালিয়ে গ্যাসের প্রকৃত মজুত নির্ধারণ করা হবে।

‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পে’ কর্মরত প্রকৌশলীরা জানান, কূপটি প্রায় ২ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার স্তরে গ্যাসের চাপ পাওয়া গেছে ৭ দশমিক ২ মিলিয়ন ঘনফুট। কর্মকর্তারা আরও জানান, এই স্তরের উপরে আরও একটি স্তরে গ্যাসের সম্ভাব্য উপস্থিতি রয়েছে, যা পরবর্তী পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যাবে।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক সংবাদটি নিশ্চিত করে বলেন, “বর্তমানে গ্যাস নিঃসরণ হচ্ছে, তবে এখনই বলা যাচ্ছে না এর পরিমাণ কত। আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারব। পাশাপাশি, এখানে অন্য কোনো খনিজ পদার্থ যেমন তেল রয়েছে কিনা, সেটিও যাচাই করা হবে।”

উল্লেখ্য, এ বছরের ২৪ জানুয়ারি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে গ্যাস অনুসন্ধান কূপটির খনন কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্রকল্পে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *