
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শুক্রবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক যৌথ শোকবার্তায় এই খবর জানান।
শোকবার্তায় বলা হয়েছে, বেগম রোকেয়া আনসার ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্ব ও অবদান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বেগম রোকেয়া আনসার বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।