
জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অপরিহার্য। তিনি বলেন, সংবিধানের ত্রুটি ও অব্যবস্থার সুযোগে দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তাই, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্যকে স্থায়ী রূপ দিতে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। দলটির পক্ষ থেকে নির্বাচনের জন্য পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুরও জোর দাবি জানানো হয়েছে।
ডা. তাহের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের ৫ দফা দাবি জাতির সামনে তুলে ধরেন:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত তিনটি ভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে:
- ১৮ সেপ্টেম্বর: রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
- ১৯ সেপ্টেম্বর: দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল।
- ২৬ সেপ্টেম্বর: দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগরীর জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।