দেশী বার্তা | নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’-এর জন্য নীতিগত রূপরেখা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিট–২০২৬-এ দলটির আমির শফিকুর রহমান এই রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন এক সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আসন্ন নির্বাচন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। শফিকুর রহমান বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট, নারীদের কাঠামোগত প্রতিবন্ধকতা এবং সামান্য সংকটেই মানুষের দারিদ্র্যে পড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, এমন উন্নয়ন দরকার যা মানুষকে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপনের সুযোগ দেবে। প্রবাসী শ্রমিক ও বিদেশে কর্মরত পেশাজীবীদের অবদান উল্লেখ করে তিনি তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা দেশ গঠনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। কর্মসংস্থানকে রাষ্ট্রীয় অগ্রাধিকার ঘোষণা এবং অনানুষ্ঠানিক শ্রমকে ধাপে ধাপে আনুষ্ঠানিক কাঠামোয় আনার প্রয়োজনীয়তার কথাও বলেন জামায়াত আমির। নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, নারীর সম্পৃক্ততা শুধু ন্যায়ের বিষয় নয়, বরং টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। এই পলিসি সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের অন্তত ৩০টি দেশের প্রতিনিধি অংশ নেন বলে আয়োজকেরা জানান।