বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের মূল্যে নতুন সমন্বয় আনা হয়েছে। ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম কমানো হলেও বেড়েছে কেরোসিনের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে আজ, ৩১ মে, এই নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়েছে, যা আগামীকাল, ১ জুন থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৪ টাকা। একইভাবে, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা করা হয়েছে। আগে অকটেনের দাম ছিল ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ছিল ১২১ টাকা।
তবে, এবারের সমন্বয়ে ব্যতিক্রম দেখা গেছে কেরোসিনের ক্ষেত্রে। এর দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১০৪ টাকা।
উল্লেখ্য, সরকার বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করার পর থেকে প্রতি মাসেই দাম সমন্বয় করছে। এর আগে মে মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল। পেট্রোল ও অকটেনের দামও সে সময় লিটারে ১ টাকা করে কমেছিল। তারও আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসেনি, আর ফেব্রুয়ারিতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে বেড়েছিল।