জাহাঙ্গীর কবির অতিরিক্ত আইজি প্রিজন্স হিসেবে পদোন্নতি লাভ

জাহাঙ্গীর কবির অতিরিক্ত আইজি প্রিজন্স হিসেবে পদোন্নতি লাভ

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) জাহাঙ্গীর কবিরকে পদোন্নতি দিয়ে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজন্স) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ-আল-আসাদ।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ আগস্ট জাহাঙ্গীর কবির ঢাকা বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও একই পদে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৩ সালে তিনি সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে কারা সদর দপ্তরে এআইজি (উন্নয়ন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন।

২০১৯ সালের ডিসেম্বরে ডিআইজি প্রিজন্স পদে পদোন্নতি পান এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *