
সিলেটের জাফলং এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে পাথর বহনকারী ৫০টি নৌকা এবং বালুভর্তি ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় গতকাল (২৭ জুলাই), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে।
অন্যদিকে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত ২৪ জুলাই পৃথক আরেকটি মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৫,২৫০ ঘনফুট পাথর জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।
এই অভিযানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সরকারের রাজস্ব সুরক্ষায় অবৈধ খনিজ আহরণ ও পরিবহণ রোধ করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।