চালু হচ্ছে ‘যাবো কোথায়’ অ্যাপ, নারীদের জন্য আসছে ‘পিংক টয়লেট’

চালু হচ্ছে ‘যাবো কোথায়’ অ্যাপ, নারীদের জন্য আসছে ‘পিংক টয়লেট’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিকদের জন্য আধুনিক ও স্বাস্থ্যকর পাবলিক টয়লেট ব্যবস্থা গড়তে নানা পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ১২০টি পাবলিক টয়লেট চালু রয়েছে, যার মধ্যে ৪০টি বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১৭টি মোবাইল টয়লেট।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জায়গার অভাব, রক্ষণাবেক্ষণের দুর্বলতা ও জনসচেতনতার ঘাটতি এই খাতের প্রধান চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় পিপিপি (PPP) মডেলে বেসরকারি ও এনজিওদের সঙ্গে কাজ করছে ডিএনসিসি।

বিশেষ উদ্যোগ হিসেবে:

  • মহাখালী বাস টার্মিনালে নারীদের জন্য ‘পিংক টয়লেট’ চালু হচ্ছে
  • প্রতিবন্ধী ও শিশুদের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে
  • বিজ্ঞাপন আয়ের মাধ্যমে পরিচালন খরচের ঘাটতি পূরণ করা হচ্ছে
  • স্মার্ট টেকনোলজি যেমন সেন্সরযুক্ত পানির কল ও বায়োলজিক্যাল সেপটিক ট্যাংক চালু করা হয়েছে

শীঘ্রই ‘যাবো কোথায়’ নামে একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে, যেখানে নাগরিকরা কাছাকাছি পাবলিক টয়লেট খুঁজে পাবেন সহজেই।

এছাড়া সেবার মান উন্নয়নে আঞ্চলিক কমিটি ও স্থানীয় সংস্থার সহযোগিতায় সচেতনতা কার্যক্রম চালু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *