
ছবি | সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তরের একটি নির্দেশনায় জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে হলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। দাফনের অনুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় হবে, তাই সাধারণ জনগণের প্রবেশাধিকার সেখানে থাকবে না। পরবর্তী সময়, আনুমানিক বেলা ৩:৩০টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। খালেদা জিয়া ১৯৭০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির নেতৃত্বে তিনি ৪১ বছর কাজ করেছেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রায় ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া, জানাজার দিন বুধবার একটি দিনের সাধারণ ছুটি থাকবে।