
ইসরায়েলের জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাস্তায় চলাচলরত মানুষজন তাদের গাড়ি ফেলে দৌড়ে নিরাপদ স্থানে পালাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে রুট-১ মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে দাবানল ছড়িয়ে পড়ে, যার ফলে সড়কে চলা বহু যানবাহন মাঝপথে আটকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অনেকেই আগুন থেকে বাঁচতে গাড়ি ফেলে হাঁটতে বা দৌড়াতে বাধ্য হয়েছেন।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, যেসব মানুষ দাবানলের ঝুঁকিতে রয়েছেন কিংবা গাড়িতে আটকে পড়েছেন, তাদের উদ্ধার অভিযান চলছে। বর্তমানে সেখানে একাধিক আগুন জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে কাজ করছে ১১৯টি ফায়ার টিম। সঙ্গে রয়েছে ১০টি অগ্নিনির্বাপক বিমান। আরও ২২টি রেসকিউ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।