
ফিলিস্তিনিদের প্রতি গভীর সংহতি প্রকাশ করে ইসরায়েলের কঠোর দমন-পীড়ন ও বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি ইসরায়েলের এই কর্মকাণ্ডকে জঘন্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনের হিংস্র ঔপনিবেশিক নিপীড়ন ও মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ভাই-বোনদের সাথে সংহতি প্রকাশ করেছে, এবং গর্বের সাথে চালিয়ে যাচ্ছে।”
তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সাম্প্রতিক সংবাদকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করে বলেন, এটি ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড ফিলিস্তিনিদের সংস্কৃতি, ভূমি এবং ইতিহাস মুছে ফেলার একটি পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয়।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত অসংখ্য বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও তারেক রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি সরকারের কার্যক্রম পুরো অঞ্চলটিকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তীব্র আহ্বান জানান, যাতে তারা তাদের সমঝোতা পরিকল্পনা থেকে সরে আসে। একই সাথে তিনি আন্তর্জাতিক আদালতের প্রতি দ্রুততার সাথে গাজায় একটি “স্পষ্ট গণহত্যার” বিষয়ে রায় ঘোষণার দাবি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের উচিত নয় এই রায় বিলম্ব করা, যখন ফিলিস্তিনিরা আরও বেশি দুর্ভোগ পোহাচ্ছে।