
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমতীরের দখলদারিত্ব বন্ধে শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য—এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।
মঙ্গলবার (২৯ জুলাই) এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে স্টার্মার বলেন, “যদি দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করে, যুদ্ধবিরতিতে সম্মত না হয়, পশ্চিমতীর দখল না থামে এবং দ্বিরাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব।”
এর আগে ফ্রান্সও সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ব্রিটেন জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, “ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলকে এক করা ঠিক নয়। আমরা হামাসের কাছে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যুদ্ধ শেষ হলে গাজায় হামাসের কোনো প্রশাসনিক ভূমিকা থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য—স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ও টেকসই ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।”