সিরিয়া ও লেবাননের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী ইসরায়েল: গিদিয়োন সার

সিরিয়া ও লেবাননের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী ইসরায়েল: গিদিয়োন সার

ইসরায়েল সিরিয়া ও লেবাননের সঙ্গে শান্তি ও স্বাভাবিককরণ চুক্তিতে আগ্রহী, বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়োন সার। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

গিদিয়োন সার বলেন,

“ইসরায়েল আব্রাহাম অ্যাকর্ডের পরিসর সম্প্রসারণে আগ্রহী। আমাদের প্রতিবেশী সিরিয়া ও লেবাননকেও শান্তি ও স্বাভাবিককরণের বৃত্তে আনতে চাই, যাতে আমাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষা পায়।”

তবে তিনি জোর দিয়ে বলেন,

“দখলকৃত গোলান হাইটস চিরকালই ইসরায়েলি সার্বভৌমত্বের অংশ থাকবে, এমনকি সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলেও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *