
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে ৪ হাজার ৩০টি নতুন আবাসন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। বসতিবিরোধী সংস্থা পিস নাউ জানিয়েছে, এর মধ্যে ৭৩০টি ইউনিট আরিয়েলের পশ্চিমে এবং বাকি ৩ হাজার ৩০০টি মা’আলে আদুমিম এলাকায় নির্মিত হবে। খবর—আলজাজিরা।
বৃহস্পতিবার স্মোট্রিচ জানান, তিনি নতুন বসতি প্রকল্পের জন্য বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন করবেন। এই প্রকল্পের মাধ্যমে জেরুজালেম ও মা’আলে আদুমিমকে সরাসরি সংযুক্ত করা হবে। তাঁর দাবি, এই বাস্তবতা শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে ‘চিরতরে সমাধিস্থ’ করবে। তিনি আরও বলেন, “আজ কেউ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলে, আমরা মাটিতেই তার জবাব দেব।”
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে গণহত্যা, বাস্তুচ্যুতি ও দখলদারিত্বের সম্প্রসারণ হিসেবে আখ্যা দিয়েছে। তারা মনে করছে, এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনারই প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, পরিকল্পিত এই বসতি পশ্চিম তীরকে কার্যত উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত করবে, ফলে অধিকৃত পূর্ব জেরুজালেম ও বেথলেহেম-রামাল্লার মতো শহরের মধ্যে সংযুক্ত ফিলিস্তিনি ভূখণ্ড গঠন অসম্ভব হয়ে পড়বে।
এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের চাপের মুখে একই স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা স্থগিত হয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর সরকার এ এলাকায় রাস্তা প্রশস্তকরণ ও ফিলিস্তিনিদের প্রবেশাধিকারে সীমাবদ্ধতা আরোপ করেছে।
মা’আলে আদুমিমের মেয়র গাই ইফ্রাচ নতুন প্রকল্পের প্রশংসা করে বলেন, এটি জেরুজালেমের সঙ্গে শহরটির সংযোগ আরও মজবুত করবে এবং ফিলিস্তিনিদের অবৈধ নির্মাণের প্রচেষ্টা ব্যর্থ করবে।