
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পূর্ব চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই বইমেলার উদ্বোধন করবেন।
এই মেলা আগামীকাল থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। মেলায় দেশ-বিদেশের প্রায় দেড় শতাধিক প্রকাশনা সংস্থা অংশ নেবে, যার মধ্যে মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টলও থাকবে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, হাদিসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়াও, ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে তাদের প্রকাশিত বইগুলোতে ৪০% থেকে ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হবে।
মাসব্যাপী এই মেলায় প্রতিদিন ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য মেলায় শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্র এবং মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে।