
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বরগুনার দুটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-১ আসনে মনোনীত হয়েছেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ এবং বরগুনা-২ আসনে মনোনীত হয়েছেন জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী।
বৃহস্পতিবার বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণা শেষে মাওলানা সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোটের বাক্স থাকবে এবং মনোনীত প্রার্থীরা মানুষের কাছে গিয়ে তাদের এই বার্তা পৌঁছে দেবেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।