ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত

ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যের ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের পরিচালিত একাধিক বিমান হামলার মধ্য দিয়ে নাতাঞ্জে অবস্থিত দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে তেহরানে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘটনাটি নিশ্চিত করেছে।

নাতাঞ্জ শহর তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা। এই কেন্দ্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজনের কেন্দ্র হিসেবে পরিচিত। আগুন লাগার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল। তবে ইরানি সরকার এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

২০২০ সালের জুলাই মাসেও নাতাঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে যা ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছিল। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়েছে এবং তখন থেকে এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *