ইরান-সৌদি সম্পর্কের উষ্ণতায় ফিরল সরাসরি হজ ফ্লাইট

দীর্ঘদিনের বিরতির পর সরাসরি হজ ফ্লাইট আবার শুরু করল ইরান ও সৌদি আরব। শনিবার (১৭ মে) তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের একটি ফ্লাইট মক্কার উদ্দেশে যাত্রা করে।

এ বছর নতুনভাবে চালু হওয়া এই রুটে ইরানের প্রায় ৩৫ হাজার হজযাত্রী সৌদি আরবে যাবেন বলে জানানো হয়েছে। মাশহাদ থেকেও এ ধরনের ফ্লাইট শুরু করার প্রস্তুতি চলছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইট শুধুমাত্র হজযাত্রী পরিবহনের জন্য বরাদ্দ। বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই।

বিশ্লেষকদের মতে, তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের এটিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০১৬ সালে দূতাবাসে হামলার পর বন্ধ হয়ে যায় দুই দেশের সম্পর্ক ও সরাসরি হজ ফ্লাইট। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ফের শুরু হয় কূটনৈতিক সংলাপ এবং তারই ধারাবাহিকতায় চালু হলো এই হজ ফ্লাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *