
ভারতের উদীয়মান বাঁহাতি পেসার ইয়াশ দয়ালের বিরুদ্ধে গুরুতর ধর্ষণের অভিযোগ এনেছেন এক কিশোরী। অভিযোগে বলা হয়েছে, ক্রিকেট ক্যারিয়ারে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে দুই বছর ধরে ওই কিশোরীকে একাধিকবার যৌন নির্যাতন করেন তিনি। মেয়েটির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ভারতের শিশু সুরক্ষা আইন ‘পকসো’ (POCSO) অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে জয়পুরের সানগান থানায়, যেখানে পকসো অ্যাক্টসহ একাধিক দণ্ডবিধি অনুসারে মামলাটি রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যশ দয়ালের ১০ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে।
ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছেন, ইয়াশ দয়াল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ক্রিকেটে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে। চলতি বছরের আইপিএলের সময় জয়পুরের সীতাপুর এলাকায় একটি হোটেলে আবারও তাকে ডেকে নির্যাতন করেন বলেও অভিযোগ করা হয়। এছাড়াও মেয়েটির দাবি, দীর্ঘ সময় ধরে তাকে ব্ল্যাকমেইল করে যৌন নিপীড়ন চালিয়ে গেছেন যশ।
এটাই প্রথম নয়, এর আগেও চলতি জুলাই মাসে গাজিয়াবাদে ইয়াশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের আরেকটি অভিযোগ দায়ের হয়। এক নারী অভিযোগ করেন, তিনি পাঁচ বছর ধরে যশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই যশ তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যান এবং তার পরিবারও ওই নারীকে মেনে নেয়। কিন্তু পরে জানা যায়, যশ একাধিক নারীর সঙ্গে একই রকম সম্পর্কে লিপ্ত ছিলেন।
উক্ত নারী গণমাধ্যমকে বলেন, “আমি প্রতারণার প্রতিবাদ করতেই যশ আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আমি দ্রুত তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছি।”
২৭ বছর বয়সী ইয়াশ দয়াল এখনও ভারতের জাতীয় দলে সুযোগ পাননি। তবে আইপিএলের চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন এবং ১৩টি উইকেট নিয়েছেন। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।