ভারত থেকে নারী-শিশুসহ ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ভারতীয় অংশে আটক ছয়জন বাংলাদেশি নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২ জুন) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীত দিকের ভারতের হাকিমপুর এলাকায় বিকাল ৫টার দিকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহ আলম এবং ভারতের পক্ষে ১৪৩ বিএসএফের কোম্পানি কমান্ডার এসি স্বজন দীপ নেতৃত্ব দেন। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে ছয় বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।

হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—

  • জরি বেগম (৭০), পিতা মৃত আলতাফ হোসেন, গ্রাম বিষ্ণপুর, কালিয়া, নড়াইল
  • সালমা বেগম (৪১), পিতা মৃত ইসহাক শেখ
  • আসিব শেখ (১১), পিতা ফারুক শেখ
  • সাকিব শেখ (০৪)
  • মরিয়ম (৪৩), পিতা আফসার উদ্দীন শেখ, ভাতকুড়া, টাঙ্গাইল সদর
  • ঝর্ণা বেগম (৪২), স্বামী নজরুল গাজি, মাছুয়াখালী, কলাপাড়া, পটুয়াখালী

জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। বিএসএফের হাতে আটক হওয়ার পর কূটনৈতিক প্রক্রিয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হস্তান্তরের পর তাদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *