মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর,

নীলফামারী-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বালাগ্রাম ইউনিয়নের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বালাগ্রাম ইউনিয়নের চৌপুতিতে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট শাহিন। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমানের আস্থাভাজন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদান সর্বজন জবাবদিহিতা। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অপ্রীতিকর ও অনৈতিক কর্মকাণ্ডের নজির নেই।” তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করলে এই আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া হবে। কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।” পদসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.ডি. শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, “আমার বাবার জনপ্রিয়তা এ ইউনিয়নের মানুষ ভালোভাবেই জানেন। আগের দুইটি নির্বাচনে এই ইউনিয়নে তিনি প্রথম হয়েছেন। এবারও আপনারা তাঁকে সম্মান জানাবেন বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার রাস্তাঘাট ও পানির সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।” পথসভায় লুৎফর রহমান নামে জামায়াতের একজন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা পরিয়ে ও ধানের শীষের চাদর গায়ে জড়িয়ে দলে বরণ করে নেন। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা রুহুল আজাদ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়ারদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলি তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু যুবনেতা ইমন,বেলাল,রশিদুল,যুবদলের এমদাদুল হক সাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আব্দুস সোবাহান, আব্দুল হাই, জিয়াউর রহমান, মধুসূদন রায় প্রমুখ। পথসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এদিকে, একই দিনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায়ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।