
সিলেটকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট মহানগর ইমাম সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ (মঙ্গলবার) সকালে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, সিলেটকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হলে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নগরীতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত ট্রাফিক অভিযানও চলবে।
পুলিশ কমিশনার ইমামদের উদ্দেশে বলেন, ‘আপনারা সমাজের আলোকবর্তিকা। আপনাদের বয়ানের মাধ্যমে মানুষকে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে।’ তিনি জানান, শিগগিরই ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি), মামলা এবং পুলিশি সেবা পাওয়া যাবে। এছাড়াও, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ সম্পর্কিত তথ্য এই অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে।
সভায় ইমাম সমিতির সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ কমিশনার সেগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি সবাইকে একটি আধুনিক ও নিরাপদ সিলেট গড়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।