সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ এবং ‘মজিদ জরিনা ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানের নামে থাকা মোট ২৩টি ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে।
সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের তদন্তে বেরিয়ে আসে লেনদেনের অসঙ্গতি
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শহীদুল হকের নামে ৯টি, তার স্ত্রীর নামে ৪টি, ছেলের নামে ২টি এবং ‘মজিদ জরিনা ফাউন্ডেশন’-এর নামে ৮টি ব্যাংক হিসাব রয়েছে। এই সব হিসাব জব্দ করার আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
আবেদনে বলা হয়, সাবেক আইজিপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের সময় প্রমাণ পাওয়া গেছে— তিনি অপরাধলব্ধ অর্থ উত্তোলন, স্থানান্তর বা অন্যভাবে গোপন করার চেষ্টা করছেন।
রাষ্ট্রীয় স্বার্থে জব্দের আদেশ
দুদকের আবেদন মতে, যদি এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ না করা হয়, তবে বিচারপ্রক্রিয়ার সময় রাষ্ট্রের পক্ষে এই সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে, ফলে অপূরণীয় ক্ষতি হতে পারে।