
নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের অনুশীলন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দলের খেলোয়াড়রা এখন টিম হোটেলেই অবস্থান করছেন।
শনিবার দুই দলের প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। আজ সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে দলের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, “বেলা তিনটায় দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। খেলোয়াড়রা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হোটেল লবিতে আসার পর জানা যায়, স্টেডিয়ামের আশপাশ এলাকা শিক্ষার্থীরা অবরোধ করেছে। তাই এখন বের হওয়া যাচ্ছে না।”