
হংকং, ২০ জুলাই ২০২৫: শক্তিশালী টাইফুন ‘উইফা’ হংকংয়ের দিকে ধেয়ে আসায় শহরজুড়ে সর্বোচ্চ ঝড় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্যোগের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে হংকংয়ের সব মসজিদ, নামাজের স্থান এবং ধর্মীয় জমায়েত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বাতাসের গতিবেগ ও ঝড়ের তীব্রতা না কমা পর্যন্ত সকলকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন উপাসনালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ দুর্ঘটনার ঝুঁকিতে না পড়েন।
টাইফুনের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে রয়েছে:
- কোলুন মসজিদ ও ইসলামিক সেন্টার (টসিম শা সুই)
- জামিয়া মসজিদ (শেলি স্ট্রিট)
- চাই ওয়ান মসজিদ
- আম্মার মসজিদ (ওয়ান চাই)
- ইসলামিক ইউনিয়ন মসজিদ (হ্যাপি ভ্যালি)
এছাড়াও হংকংয়ের বিভিন্ন অঞ্চলের ছোট ছোট ইসলামিক কমিউনিটির উপাসনালয়গুলোও অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মসজিদের প্রবেশপথে নোটিশ টাঙিয়ে মুসল্লিদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছে। ঝড়ের প্রকোপ কমলে ধাপে ধাপে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
টাইফুন উইফার কারণে হংকংয়ে প্রবল বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০০’র বেশি ফ্লাইট বাতিল হয়েছে, স্থগিত করা হয়েছে হংকংয়ের বার্ষিক বইমেলাও। গণপরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় সরকারি দপ্তরগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।