রাজধানীতে রাইড শেয়ারিংয়ের ছদ্মবেশে ভয়াবহ অপরাধ

সম্প্রতি একজন কর্মজীবী নারী মিরপুর-১২ থেকে শ্যামলী যাওয়ার পথে একটি রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ভাড়া করেন। কিন্তু কিছুক্ষণ পর হেলমেট পরার পর থেকেই তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। চালক শ্যামলির পরিবর্তে অন্য পথে এগোতে থাকলেও নারীটি অজানা কারণে কোনো প্রতিবাদ জানাতে পারেননি।

ঘণ্টাখানেক পর তাকে রাজধানী থেকে বহু দূরে, নরসিংদীর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ র্ষ ণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। অভিযুক্ত চালক ওই নারীর সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়।

ভাগ্যক্রমে, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।


রাইড শেয়ারিং ব্যবহারের সময় সর্বদা সতর্ক থাকুন। অপরিচিত চালকের সঙ্গে একা যাত্রার সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করুন:

হেলমেটের ভেতরে সন্দেহজনক গন্ধ বা কিছু থাকলে ব্যবহার থেকে বিরত থাকুন।
ট্রিপ শুরুর আগেই পরিবারের কাউকে গন্তব্য ও রাইডারের তথ্য জানিয়ে দিন।
প্রয়োজনে লাইভ লোকেশন শেয়ার করুন।
কোনো অস্বাভাবিক আচরণ টের পেলে দ্রুত ৯৯৯-এ কল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *