
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিচার না করে বিদেশি সংস্থাকে ঢুকতে দেওয়া মানে হচ্ছে অপরাধীদের দায়মুক্তি নিশ্চিত করা। এটি জনগণের সঙ্গে ভয়াবহ অবিচার।”
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সরকারের এমন সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ পরিপন্থী। জাতিসংঘের তথাকথিত মানবাধিকার আসলে পশ্চিমা আদর্শ বাস্তবায়নের হাতিয়ার। খাল কেটে কুমির আনার অধিকার এই সরকারকে কেউ দেয়নি।”
সরকারি সিদ্ধান্তের পটভূমি
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের অনুমোদন দেয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই মিশন স্থাপন করার কথা রয়েছে। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে।
সমাবেশে হেফাজতের অন্যান্য নেতাদের বক্তব্য
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী এবং ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তারা সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।
আন্দোলনের হুমকি
মামুনুল হক বলেন, “এই সিদ্ধান্ত থেকে সরকার অবিলম্বে না সরে দাঁড়ালে আমরা দেশব্যাপী তীব্র আন্দোলনের ডাক দেব। জনগণের অধিকার ও ইসলামের পবিত্রতা রক্ষায় কোনো আপস করা হবে না।”