১৪০০ কিলোমিটার হেঁটে ৮৪ দিনে এভারেস্ট জয় করলেন গাজীপুরের তরুণ ইকরামুল হাসান শাকিল। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সৈকত থেকে যাত্রা শুরু করে অবশেষে নেপালের সময় সোমবার (২০ মে) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।
শাকিল হয়েছেন সপ্তম বাংলাদেশি এভারেস্টজয়ী, তবে তিনিই প্রথম যিনি সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে এই অসাধারণ অভিযানে সফল হলেন। তার এ অভিযান ‘সি টু সামিট’ নামে পরিচিত, যা তাকে এনে দিয়েছে এক অনন্য রেকর্ড—সবচেয়ে বেশি হাঁটা পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়। এই কৃতিত্ব এর আগে মাত্র একজন অর্জন করেছিলেন—১৯৯০ সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ।
গাজীপুরের ছেলে শাকিল স্কুলজীবন থেকেই পাহাড়প্রেমী। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়েছেন। এর আগে তিনি গ্রেট হিমালয় ট্রেইলসহ কায়াজো রি, হিমলুং, দোলমা খাংয়ের মতো শৃঙ্গ জয় করেছেন।
শাকিলের মা শিরিনা আক্তার জানান, “আমি সারাক্ষণ চিন্তায় থাকি। ও বলেছে পাহাড়ের দিকে যাচ্ছে। এখন মোবাইলে পাচ্ছি না, কিন্তু শুনেছি চূড়ায় উঠেছে।”
শাকিলের এই অভিযানের প্রধান পৃষ্ঠপোষক ছিল প্রাণ। সহযোগিতায় ছিল ইউএনডিপি, মিস্টার নুডলস, মাকলু-ই-ট্রেডার্স ও সিস্টেমা।