হাতিরঝিলে ডিবির অভিযানে শটগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের একটি কপি জব্দ করা হয়।

হাতিরঝিলে ডিবির অভিযানে শটগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আনিসুর রহমান খান (৪৫)। তিনি নিজের নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন না করেই শটগানটি দীর্ঘদিন নিজের হেফাজতে রেখে দিয়েছিলেন। এমনকি সরকারের নির্দেশনা অনুসারে গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সালে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি তা অমান্য করেন।

মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ডিবির একটি চৌকস দল হাতিরঝিল থানাধীন মগবাজার গ্রীনওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডিবি লালবাগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান স্বীকার করেন যে, আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্সে ইস্যু করা হলেও তিনি সময়মতো তা নবায়ন করেননি। ফলে এটি বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত।

এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *