
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আজ সন্ধ্যায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা।
‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এদিন প্রদর্শিত হয় দুটি চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে এরপর পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’। কণ্ঠে গান তুলে ধরেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং জনপ্রিয় ব্যান্ড ও র্যাপার দল ‘কালেক্টিভও’ ও ‘আর্টসেল’।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ড্রোন শো’, যেখানে আলো ও প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক নানা চিত্র।
উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শক। দর্শকরা পুরো আয়োজনকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উপভোগ করেন।